14 Mar Technical tips-3
ফান্ড ম্যানেজমেন্ট
———–
ফান্ড ম্যনেজমেন্ট হচ্ছে আপনার রিস্ক রেশিও কমানো বা বাড়ানোর জন্য। তাই প্রথমে আপনি মেন্টালি সেট করে নিবেন আপনি কয়টা স্টক বাই করবেন। ধরেন আপনি ৪টা স্টক বাই করবেন তাহলে প্রথমেই আপনার হিসাব করে নিতে হবে, আপনার ইনভেস্টমেন্ট কত। যেমন আপনার ইনভেস্টমেন্ট ১০লাখ টাকা। আপনি আগেই সিদ্ধান্ত নিয়েছেন ৪টা স্টক বাই করবেন। তাহলে ১০০০০০০/৪=২৫০০০০। আপনি প্রতিটা স্টক বাই করবেন ২.৫ লাখ টাকার।
আবার ধরেন সিদ্ধান্ত নিলেন আপনি বাই করবেন ৩টা স্টক আর আপনার ইনভেস্টমেন্ট সেইম ১০লাখ টাকা। তাহলে আপনার হিসাব হবে ১০০০০০০/৩=৩৩৩৩৩৩। আপনি বাই করবেন প্রতিটা স্টক ৩.৩৩লাখ টাকার।
সুত্র- আপনার ইনভেস্টমেন্ট/আপনার প্লানকৃত স্টক কোয়ান্টিটি= রেজাল্ট।
আপনি যত কম স্টক বাই করবেন আপনার প্রফিটের সম্ববনা তত বেশি ঠিক তেমনি লসের সম্ভবনা ও বেশি থাকে।
এই সুত্র ফলো করে আপনি চালিয়ে জান সারা জীবন। আপনার লাইফে কম কিনলে বাড়ে আর বেশি কিনলে কমে এমন ঘটনা ঘটবে না।
No Comments