Technical tips-2

Technical tips-2

টেকনিক্যাল এনালাইসিসের সর্বপ্রথম কথা হল মার্কেটের বিপরীতে চলতে নেই।

যখন মার্কেট আপ্ট্রেন্ডের একটা সার্কেল ফিলাপ করবে সেই সাথে ডাউনট্রেন্ডের কনফার্মেশন দিবে তখন উচিৎ মার্কেট হতে এক্সিট নেয়া। হাতের সকল শেয়ার সেল করে টাকা ক্যাশ করে রাখা। খারাপ মার্কেটে কখনোই উচিৎ না বাই-সেল করা। কিন্তু এই জায়গায় অনেকেই ভুল করে। টেকনিক্যাল এনালাইসিসের প্রথম শর্ত না মেনেই অনেকে স্টক নিয়ে এনালাইসিস করে খারাপ মার্কেটে বাই-সেল করে,পরে যখন লস আসে তখন টেকনিক্যাল এনালাইসিস কাজ করে না বলে চিল্লা-পাল্লা করতে দেখা যায়। এখানে মুল প্রবলেম হচ্ছে রুলসের বাহিরে কাজ করা। টেকনিক্যাল এনালাইসিসের ভুল নয়!!

এখন আপনার মনে হয়ত প্রশ্ন- খারাপ মার্কেটে তো অনেক স্টকে ব্যাবসা দেয় তাহলে কেন আমরা ওই সকল স্টক বাই সেল করবনা!! উত্তর- ধরেন আপনি একটা সাগরে সাতার কাটতে যাচ্ছেন, কিন্তু আপনি যখন স্রোতের সাথে সাতার কাটবেন তখন আপনার রেজাল্ট ভাল থাকবে, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। কিন্তু যখনই আপনি স্রোতের বিপরীতে যাবেন তখনও আপনি সাতার কাটতে পারবেন তবে বেশিক্ষন টিকে থাকতে পারবেন না, আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। সো যখন আপনি সাগরের স্রোতের বিপরীতে সাতার কেটে আপনার লক্ষ্যে পৌছতে পারবেন না সেটা জানেন তখন কি আপনি সাতার কাটতে যাবেন? অবশ্যই যাবেন না। তেমনি এখানে সাগর বলতে মার্কেট ধরে নিন। যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন কিছু স্টক ভাল করলেও ওই সকল স্টক বাই সেল করে আপনি বেশি দিন মার্কেটে টিকে থাকতে পারবেন না এবং আপনার লোক্ষ্যেও পৌছতে পারবেন না।

তাই উচিৎ মার্কেটের বিপরীতে বাই/সেল না করা।

8 Comments
  • Md Anowar Hossain
    Posted at 15:40h, 01 December

    ধন্যবাদ মূল্যবান টিপস দেয়ার জন্য। মার্কেট আপ্ট্রেন্ডের সার্কেল ফিলাপ এবং ডাউনট্রেন্ডের কনফার্মেশন আমরাতো এইটাই বুজিনা। প্লিজ হিন্টস্ এবাউট দেটস্।

  • Ismail Hossain
    Posted at 16:17h, 01 December

    Thanks for your suggestion. This very much helpful for investment cycle.

  • Tanvir Rahman
    Posted at 04:39h, 02 December

    Thanks a lot for opening this segment & allow registered followers to see the posts. It will be helpful for the followers if you post details about gap fill up in uptrend and confirmation of down trend with some real example and pictures.

  • swapon
    Posted at 06:24h, 02 December

    Thanks

  • Mazharul Haque Shabuz
    Posted at 07:02h, 02 December

    Thanks

  • Mahmuda Naznin
    Posted at 07:24h, 02 December

    Ami cash free korsi 30%but amar problem,taka hathe thakle r o odhorjo hoye jai.r profit korthe jeyei abar loss khai.then abar ai loss niye odhorjo hoi.

    • Sabuj younus
      Posted at 17:40h, 05 December

      টাকা হাতে থাকলে আসলে চুলকাইতে থাকে। এ সমস্যা আমারও আছে। সম্ভবত টাকার চরিত্রটাই একরম।

  • Sabuj younus
    Posted at 17:38h, 05 December

    এরকম টেকনিক্যাল এনালাইসিস আরো দেবার চেষ্টা করবেন ভাই। আমি এগুলো পড়ছি, শিক্ষানবিশ হিসেবে বেশ এনজয় করছি। শেয়ারবাজারের অনেক পরিভাষা আছে যেগুলো আমি বুঝিনা, ওয়েব সাইট ঘেটে সেগুলোও বোঝার চেষ্টা করছি। আর মাথার উপর অাপনি যখন আছেন তখন বিশ্বাস আছে কিছুটা হলেও শিখতে পারবো। ব্যবসা হোক বা না হোক শিক্ষাটা কেউ কেড়ে নিতে পারবে না।

Post A Comment