27 Feb Registered Follower-57
আজকের চার্ট দিলাম উদাহরণ হিসাবে যা আগের ড্র করা চার্টের উপর আজ পর্যন্ত ক্যান্ডেল বসানো। এখানে দেখেন আমার স্বপ্নের মার্কেট হিসাবে যা বলা হয়েছিল আজ পর্যন্ত তা ১০০% ওকে আছে। আপনি আজকের চিত্র ও সেই দিনের চিত্র ভাল ভাবে মিলান তাহলেই বুঝতে পারবেন। এখানে কোন প্রকার এডিট করা হয় নাই।
এখন আসি মুল কথায়, আমি এই কথাগুলো ও উদাহরণ হিসাবে নিজেকে প্রমান করার জন্য কিংবা ডিসিশন মেকারের মার্কেটিং করার জন্য লিখছি না। লিখছি আপনাদের বুঝানোর জন্য যে এনালাইসিস কিভাবে কাজ করে।
প্রশ্ন আজকে মার্কেট বাড়ছে কেন?
উত্তরে অনেকেই বলবে গতকাল সংবাদ সম্মেলন করেছে কিংবা পজিটিভ নিউজ আসছে তাই মার্কেট বাড়ছে।
তাহলে প্রশ্ন ওই যে চিত্রটা আমি দিলাম সেটা কি আজকে দিয়েছিলাম?
উত্তর না।
তাহলে আমি কিভাবে আগে বুঝলাম এই লেভেলে এমন কিছু করবে?
উত্তর……………………………… ? (আমার জানা নাই, আপনারা কি বলবেন?) আপনাদের মনে কি হয় তা নিচে কমেন্ট করে জানানোর অনুরোদ রইল তাও আপনার মনের সত্যি কথাটাই লিখবেন।
এখানে মুল বিষয় হল যখন আপনি এনালাইসিস করতে শিখে যাবেন আই মিন চার্ট রিড করতে পারবেন তখন চার্টেই আপনাকে বলে দিবে কখন কোথায় কি হবে। যখন চার্ট এর ভাষা বুঝে যাবেন তখন নিউজের পিছনে আপনাকে দৌড়তে হবে না। নিউজই আপনার পিছনে দৌড়াবে। দেশের মধ্যে কোথায় কি হচ্ছে লাইক খালেদা গ্রেপ্তার হবে কিনা, কিংবা রাজনীতির অবস্থা খারাপ হবে নাকি ভাল হবে আবার দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে সকল নিউজ চার্টের মধ্যেই এডভান্স ইফেক্ট ফেলে। এখানে বাংলাদেশের মার্কেট হোক কিংবা অন্য যে কোন মার্কেট হোক সব এক। সব যায়গায় এনালাইসিস কাজ করে। প্রথমে যখন আপনি এনালাইসিস শিখা শুরু করবেন এই লাইনগুলা মনে প্রানে বিশ্বাস করতে হবে তার পরই শিখা শুরু করতে হবে অন্যথায় রেজাল্ট পাবেন না।
এখন আপনি প্রশ্ন করতে পারেন কিংবা আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এইবার না হয় আপনার এনালাইসিস সঠিক হয়েছে কিন্তু যখন ভুল হয় তখন কি বলবেন?
এই প্রশ্নের সহজ উত্তর ভুলটা যখন হয় তখন সেই ভুলটা সিম্পল আমার নিজের ভুল, এখানে এনালাইসিস এর ভুল না। সহজ কথায় ভুল্টা এনালিস্টের, এনালাইসিসের নয়। এনালিস্ট সঠিক ভাবে এনালাইসসি করতে পারে নাই।
তাছাড়া যদি আমার ভুল বলেন তাহলে বলব কয়েকটা ভুল আছে যা হবেই, সেটা থেকে কখনোই মুক্তি পাওয়া যাবে না। যেমন ধরেন জানুয়ারি মাসের প্রথম দিকে আমি বলে আসছিলাম যে ইন্ডেক্স যাবে ৬৫০০, কিন্তু ইন্ডেক্স তা যায় নাই, যদি একজন এনালিস্ট হিসাবে কথা বলি তাহলে বলব সেই এনালাইসসিটা ১০০% ভুলছিল না। এখানে ৭০% সঠিক ছিল ইন্ডেক্স কিন্তু ৬৩০০+ হয়েছিল। ভুলটা আমি তখনই বলতাম যদি জানুয়ারির ৮তারিখ ১.৩০ এর পর ব্যাপারটা আমি ধরতে না পারতাম এবং জানুয়ারির ১৪তারিখের কনফার্মেশনটা ধরতে না পারতাম। কিন্তু এইটা নিয়ে আমি কথা না বাড়িয়ে ভুল স্বীকার করে নিয়েছি কারন কথা বাড়াতে চাই নাই, ওপেন পেজে অনেকেই আছে যারা বুঝে ও না বুঝে ভুল ধরে। তাই কথা না বাড়ানোই যুক্তিক মনে হয়েছে। তবে ভুল স্বিকার করলেও মনে মনে হেসেছি।
ভুল কেন হয়নাই তার আরও ক্লিয়ার ব্যাখ্যা দেই- একজন এনালিস্টের কাজ হচ্ছে মার্কেট কি হতে যাচ্ছে তা এডভান্স প্রেডিক্ট করা, সাথে সাথে মার্কেট কখন কি রিয়েক্ট করে তা বাহির করা। আর আমি তাই করেছিলাম যখন অক্টোবরের ৩০-৩১তারিখে তখন ইন্ডেক্স ছিল ৫৯৮৫ পয়েন্ট সেখান থেকে ইন্ডেক্স সর্ট আপ-ডাউন করে একবার ৬৩৬০ ও লাস্টে জানুয়ারির ৪তারিখ ইন্ডেক্স হাই ৬৩৩২ পর্যন্ত গিয়েছে, এবং ওই লেভেলে কারেকশন হবে সেটাই ধারনা ছিল পোষ্ট ও করা হয়েছিল কিন্তু ৮তারিখ ১.৩০ এর পর মার্কেট ব্যাক করবে সেটাই ছিল ধারনা, কিন্তু তখন সে করে নাই, আমার হিসাবের বাহিরে যেতে শুরু করল মার্কেট। যা পোষ্ট করেছিলাম। ১০তারিখের সর্ট এক্সিট দিয়েছিল তাও পোষ্ট করেছিলাম কিন্তু মনে আশা ছিল হয়ত ব্যাক করবে কিন্তু মার্কেট ধারনা অনুযায়ী মুভ দিচ্ছিল না কিন্তু ফাইনালি ১৪তারিখ সে কনফার্ম করল আর বাড়তে পারবে না। ডাউনট্রেন্ড শুরু। সেটা ও ধরতে পারলাম পোষ্ট ও করলাম। এবং ডাউন শুরু হবে আশা করলাম আর বাস্তবে তাই হচ্ছে।
তাহলে একজন এনালিস্টের কাজই হল ফিউচার এডভান্স প্রেডিক্ট করা তাই হয়েছে, এবং আমরা তখন মার্কেট অনেক নতুন নতুন ইস্যু দেখতে পেলাম খালেদা, মুদ্রানীতি,ভারত-চায়না। সো এখানে কি চার্ট আমাকে এডভান্স বলেছে দেশে কি হতে চলেছে? হা বলেছে কিছু হতে চলেছে আর তাই আমরা বিভিন্ন সময়ে ইস্যু হিসাবে পেলাম। আর সেই কারনে আগের এনালাইসিসটিও ভুল হয় নাই। হয়ত একদম টার্গেট এ যায়নাই যা একদম স্বাভাবিক। সব কিছু একদম পয়েন্ট টু পয়েন্ট মিলানো অনেক কঠিন।
সো এই পোষ্ট থেকে কি শিখলেন নিজের মত করে কমেন্টে বলেন।
Jeffry Baroi
Posted at 14:33h, 27 Februaryআপনি তো আগে বলেছিলেন যা হবে তাই স্বাভাবিক।বাড়লেও স্বাভাবিক, পড়লেও স্বাভাবিক।আজকে বাড়াটাও তাই, এবং জিগজ্যাগ প্যাটার্ন হবে।এছাড়া কিছু বলার নাই,আপনি সব বলে দিয়েছেন। ধন্যবাদ
Foysal Ahmed
Posted at 14:36h, 27 Februaryকিছু পদ্মা ও যমুনা ওয়েল ছিল ডিবেডেনট এর আগের কেনা । কি করব ভাই sell না hold
দয়া করে বলবেন ?
চাটঁ দেখে বুজার অভিজ্ঞতা এখনো হয়নি ভাই । তবে নিয়মিত আপনার লেখাগুলি পড়ি ।
ধন্যবাদ আপনাকে নিয়মিত আপডেট দেয়ার জন্য ।
Sk Jahangir Kabir
Posted at 14:41h, 27 FebruaryProper and correct analysis works in all stock market and DSE not out of them. This time your analysis saved the capital of lots of your fans.
Jeffry Baroi
Posted at 14:52h, 27 Februaryপরিচালকদের নূন্যতম শেয়ার যদি কিনতে হয় তাহলে বাজারে কোনো প্রভাব পড়বে।বিষয়টা বুঝিয়ে বলবেন?
Sam Angel
Posted at 15:11h, 27 Februaryঅসাধারন
ভাই! কিভাবে এটা সম্ভব! কিছু বিষয় কাইন্ডলি বুঝিয়ে দিবেন? tredndline আর
pattern দেখে downtrend বুঝা যাচ্ছে কিন্তু শেষ যে অইখানে হবে সেটা কিভাবে
বুঝছেন, সাপোর্ট? শুরু যেখানে শেষ সেখানে? আরেকটা বিষয় short up এর বেপারটা
কিভাবে বুঝলেন এবং কত্টা হবে কিভাবে বুঝলেন? একটুঁ detail pls ? আরেকটা
খুব জরুরি বিষয়, কতদিনের data দেখতে হবে (৬ মাস, ১২ মাস…………?)
Manik Khan
Posted at 15:29h, 27 Februaryবস আপনার এনালাইসিস শতভাগ ঠিক আছে, কিন্তু আপনি বললেন বাজার অাগামী সপতাহে বাড়বে যা চার্টে দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হল তা কয়দিন স্তায়ি হবে।। আর এক সাথে ১০০-১৫০ বাড়ার সম্ভবনা আছে কিনা।
চার্ট দেখে মনে হয় 3-৪ দিন ১৫০ পয়েন্ট পর্যনত বাজার বাড়বে এরপর ৪০০ কমবে। যা এপ্রিলএর মাঝামাঝি সময়য় পযনত থাকতে পারে।।
ঠিক দরতে পারছি কিনা জানাবেন বস।
Jahidul Islam
Posted at 15:35h, 27 FebruaryAwesome analysis today i was busy, at a break of work i just click DSE website and saw index is up than i rush to check your analysis and saw you already draw this up trend on your analysis already before, Which astonished me and force to believe in analysis strongly and it can say you are master of analysis. As at facebook i saw some analyst give chart after movement start but you show the courage to draw the chart in advance.. Thanks and hats of your analysis and go for more accuracy…
Saiful
Posted at 15:57h, 27 FebruaryAnalysis ar kono bikolpo nai, ai market a tikte hole. Apni prediction j correct hosse ta market ar move ment a buja jasse….
Md Ismail Hosen Ranzu
Posted at 16:14h, 27 Februaryএইটা ভাই অনেক শিক্ষার ব্যাপার। মাথায় ঢুকবে না। তাই কবে নাগাদ বাজার স্থায়ীভাবে বাড়া শুরু করবে জানতে পারলে ভালো হতো।
Akash
Posted at 16:15h, 27 Februaryআমিও ভাবতাম আপনার জানুয়ারী-এর এনালাইসিস ভুল ছিল। কিন্তু আপনার আজকের ব্যাখ্য পড়ে আমিও কনভিন্সড এজ এ্যান এনালিস্ট আপনি ঠিক আছেন। আর এটাও সত্য এনালাইসিস ভুল না এনালিস্ট ভুল করে। ধন্যবাদ ভাই।
Mazharul Haque Shabuz
Posted at 16:30h, 27 FebruaryThanks vai. Apnar zonno onek boro loss theke bece gesi. Sudhu jante issa kore je ato perfect analysis kar kas theke ba ki vabe shiksen? Possible hole Dhaka te akta training center koren. Amar dharona huge student paben. Thanks again
anjan paul
Posted at 16:44h, 27 Februaryno analysis no gain
Hasnat Mohammad Imruz Sohel
Posted at 17:45h, 27 Februaryআপনার এনালাইসিসে সব সময় আস্থাশীল। কিন্ত চার্ট বুজা যে কত কঠিন আর শ্রমসাধ্য অনেক ধৈর্য না থাকলে সেটা শিখা সম্ভব না
Manik Khan
Posted at 01:03h, 28 Februaryভাই রেজিস্টার ফলোয়ার কি শুধু ১৩ জন। কয় অাপনাদের সকলের মতামত?
Joy Bjoy
Posted at 03:35h, 28 Februaryvai amra ki vhabe analysis korte pari seta shikhan
Mohammad Mizanur Rahman
Posted at 23:50h, 28 FebruaryThe touhg subject matter you are presenting very amiable manner. Some basic knowledge may help to understand what you are presenting and lessen the conflict you always afraid of as well. So,cheers.
Habib Mamun
Posted at 06:17h, 01 MarchTHANKS
mohammad rajib
Posted at 07:00h, 01 MarchHope it will not happen……
Shahid nur islam
Posted at 22:37h, 14 NovemberSay something about ADNTEL?
Dental medicine journals
Posted at 14:55h, 16 MayDental medicine journals
[…]the time to read or pay a visit to the subject material or sites we have linked to beneath the[…]
Dropbox URL Shortener
Posted at 01:32h, 10 SeptemberDropbox URL Shortener
[…]please visit the web pages we stick to, like this 1, because it represents our picks in the web[…]