
21 Jun রেজিস্টার্ড ফলোয়ারে নিউ সাবস্ক্রিপশন
প্রশ্ন- রেজিস্টার্ড ফলোয়ারের মেইন্টেনেন্স ফি কত?
উত্তর- ৭০০০টাকা।
প্রশ্ন – রেজিস্টার্ড ফলোয়ারের সাবক্রিপশন মেয়াদ কয় দিন?
উত্তর- ১বছর।
পেমেন্ট-
উত্তর- রকেট, বিকাশ, ব্যাংক
যোগাযোগ শুধু মাত্র মেইলের মাধ্যমে
ফিচার ফর রেজিস্টার্ড ফলোয়ার
রেজিস্টার্ড ফলোয়ার থেকে আপনি কি কি পাচ্ছেন তার বিস্তারিত।
১) ১ বছরে এভারেজে ১০০টা পোষ্ট করা হবে। ( এটা আমাদের মিনিমাম কমিট্মেন্ট, কিন্তু আমরা তারচেয়ে বেশি দেয়ার চেষ্টা করছি যেমন গত ১ বছরে প্রায় ১৬০টা পোষ্ট দিয়েছি)
২) মার্কেটের কী পয়েন্টগুলার আপডেট দেয়া হবে। বিশেষ করে এন্ট্রি এক্সিট গুলা আইডেন্টিফাই করে আপডেট দেয়া হবে।
৩) প্রতি মাসে মিনিমাম ২বার করে আপনাদের স্টক নিয়ে জিজ্ঞাসার সকল উত্তর করার চেষ্টা করা হবে। ২বারের যায়গায় বাড়তেও পারে ডিপেন্ড করবে বাজারের কন্ডিশনের উপর। (এটা আমাদের মিনিমাম কমিট্মেন্ট,কিন্তু আমরা প্রায় রেগুলারই দিয়ে যাচ্ছি এখন)
৪) ১ বছরে ৮থেকে ১২টা স্টক বাই সেলের জন্য দেয়া হবে। যার মধ্যে ম্যাক্সিমাম স্টক প্রফিট পাওয়ার সম্ববনা থাকবে মিনিমাম স্টক স্টপ লস ও ব্রেক ইভেনে সেল করা হবে। মানে উদাহরণ হিসাবে যদি বলি তাহলে সারা বছরে যদি ৮টা স্টক বাই দেই তার মধ্যে ৪টাতে প্রফিট ২টাতে লস ২টাতে ব্রেক ইভেন ইহা-কেবলই সম্ভব্য। তবে এখানে মার্কেটের কন্ডিশন ও আমাদের পারফর্মেন্সের ভিত্তিতে বাড়তেও পারে। (এটা আমাদের মিনিমাম কমিট্মেন্ট, গত ১বছরে এর চেয়ে কয়েকগুন বেশি দেয়া হয়েছে)
রিনিউ
আজকের আগ পর্যন্ত যারা সার্ভিসে জয়েন করেছেন তাদের রিনিউ ফি পূর্ব নির্ধারিত ৫০০০টাকা।
তবে আপনার রিনিউ করার লাস্ট ডেট থেকে ১দিন পরে পেমেন্ট করতে চাইলে নতুন করে মেম্বার ফি দিয়ে মানে ৭০০০টাকা দিয়ে জয়েন করতে হবে।
পেমেন্ট-
উত্তর- রকেট, বিকাশ, ব্যাংক
রিনিউ সংক্রান্ত যেকোন তথ্য জানতে ইউজার আইডি সহ মেইল করবেন
ধন্যবাদ।
No Comments