16 Apr Investment Practice-364
ইনভেস্টমেন্ট প্র্যাকটিস রিনিউ ইস্যু-
সাবস্ক্রিপশন মেয়াদ শেষ কবে তা দেখতে চাইলে এই লিঙ্ক থেকেই দেখতে পারবেন-
your account page- https://www.decisionmakerbd.com/dm-account-page/?ihc_ap_menu=subscription
রিনিউ করার জন্য ০১৩২৪২৪১৬৮৮(দেবা) নাম্বারে যোগাযোগ করে পেমেন্ট করলেই হবে।
BO Account open করার জন্য ০১৩২৪২৪১৬৮৪ ( মনির) নাম্বারে যোগাযোগ করুন।
Bo ওপেন করলে কি কি সুযোগ সুবিধা পাবেন তা জানতে ক্লিক করুন- ক্লিক হেয়ার
মার্কেট- লাস্ট ওয়ার্কিং ডেতে ইন্ডেক্স ১০পয়েন্ট পজিটিভ লেনদেন হয়েছে ৫২০কোটি প্লাস।
গত মংগল বারে যখন আপডেট লিখি তখন ও বলেছিলাম মার্কেটের ডাউনট্রেন্ড উইক হয়ে আসছে। তাই পেনিক হয়ে কোন শেয়ার বিক্রি করবেন না, টাকা ক্যাশ থাকলে ক্যাশ নিয়ে চুপ করে বসে থাকুন।
গত কালের শেষ বেলার মুভমেন্ট দেখে হয়ত অনেকেই কিছু হলে আন্দাজ করতে পারছেন কেন আমি উইক বলে আসছি। তবে গতকাল শেষ বেলার মার্কেট দেখে মার্কেট ঘুরে গেছে তা বলা যাবে না। তবে ঘুরার সিন্ড্রম হিসাবে কাউন্ট করতে পারেন।
শেষ কথা সেই আগেরটাই মার্কেট সামনে হিউজ ব্যবসা দিবে, ব্যবসা দেওয়ার জন্য প্রায় রেডি হয়ে আছে, তাই এমন অবস্থায় পেনিক হয়ে হাতের শেয়ার ছাড়বেন না।
আজকের মত এখানেই শেষ করছি সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ
—–
উপরে যতগুলা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি প্রতিটাই টেকনিক্যালি বিচার বিবেচনায়। এখানে কোন প্রকার নিউজ বা গুঁজব ছড়ানো হচ্ছে না। আমার বলা কথাগুলা সত্য হতে পারে আবার নাও হতে পারে। এখানের কোন লেকচারের ছবি বা স্ক্রিনশট বাহিরে শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।
Manik Khan
Posted at 23:01h, 16 Aprilশেষ কথা সেই আগেরটাই মার্কেট সামনে হিউজ ব্যবসা দিবে, ব্যবসা দেওয়ার জন্য প্রায় রেডি হয়ে আছে, তাই এমন অবস্থায় পেনিক হয়ে হাতের শেয়ার ছাড়বেন না।
আমার কথা এই ব্যবসা কি কয়েক সপ্তাহ নাকি আরও বেশী!
Razaul Syed
Posted at 04:43h, 17 AprilThanks