09 Jul blog issues
আমি পূর্বেই বলেছিলাম সকল প্ল্যান শেষ হওয়ার পর আপনাদের জানাবো, সো আমাদের সকল প্ল্যান করা শেষ।
আমরা ব্লগের মেম্বারদের জন্য তিনটা ক্যাটাগরি মেম্বার করেছি
১) ক্লাব মেম্বার। লিংক
২) কন্ডিশনাল ফ্রি মেম্বার। লিংক
৩) ইউর উইশ। লিংক
আমি পূর্বেই বলেছিলাম ব্লগ থেকে টাকা ইনকাম (পাবলিক হেন্ড) করার উদ্দেশ্যে করছি না। এখানে উদ্দেশ্য কর্পোরেট। কিন্তু অনেকেই পোস্ট শেয়ার করে আমাদের কাজে সহযোগিতা করছে না ব্যক্তিগত প্রবলেমের কারনে। আর এই প্রব্লেমের সমাধান করার জন্য ইউর উইশ এ পেমেন্ট পলিসি করেছে।
যাইহুক ক্লাব মেম্বারতো আগেই ফ্রিতে ওপেন করে দিয়েছি। এখন কন্ডিশনাল মেম্বারে এক্সেস দিচ্ছি। সো যাদের প্রয়োজন তারা
এই লিংকে গিয়ে ক্লাব মেম্বার ইউজার আইডি কমেন্টে দেন।
নোট- ক্লাব মেম্বারের সাথে রেজিস্টার্ড ফলোয়ারের কোন প্রকার সম্পর্ক নেই ।
No Comments