১৮ তারিখে আপনাদের সামনে আমার স্বপ্নের মার্কেটের চিত্র দিয়েছিলাম। কিন্তু কথা স্বপ্ন দেখাটা ঠিকই ছিল কিন্তু একটু ভুল হল টাইমিং এ। ধারনা করেছিলাম ১০-১৪দিন লাগবে কিন্তু ১৬দিন শেষ। এখনো তার গন্তব্য আসলো না। যাইহোক কাল সকালে চলে আসতে পারে আর যদি কাল না আসে আই মিন কালকে ওই লেভেলের কাছাকাছি না এসেই মার্কেট ব্যাক করে তাহলে তাহলে আরও ৪-৭দিন সময় বেশি নিবে এই আর কি। সেই দিনের ড্র করা চার্টের উপর বর্তমান অবস্থার চার্ট দেয়া হল।
উল্লেখ্য Registered Follower-52 এবং Registered Follower-54 ১০০% ভ্যালিড আছে।
তাছাড়া USMANIAGL এর এক্সিটের ফলাফল দেখলেন তো? আশা করছি সে আবার ছোট একটা মুভদিবে ১২২ কিংবা ১১৫ লেভেল থেকে।
ধন্যবাদ।