Decision Maker

Registered Follower-52

মার্কেট এখনো ডাউন-ট্রেন্ডে আছে। তাই আপনাদের ক্যাশ রাখতে বলছি।
হা আমি অন্যদিকে হালকা-পাতলা ট্রেড করছি তবে তা অতি রিক্সি ২-৩দিনের জন্য করছি। সো আপনাদেরকে এমন দৌরের মধ্যে পালাতে চাচ্ছি না সেজন্য ক্যাশ রাখতে বলছি।
মার্কেট ঠিক-ঠাক হলে আপনাদের জন্য এনালাইসসি পোস্ট করব ইনশাআল্লাহ।
যাক মার্কেট নিয়ে ক্লিয়ার ধারনা দেই। মার্কেট ৬২২০ হতে ৬৩২০লেভেল ক্রস করতে না পাড়বে তত দিন পর্যন্ত ঝামেলা করবে।
মুল কথা হল আমার কাছে মনে হচ্ছে চিত্রের হলুদ লাইনটাই ক্রস করতে পাড়বে না। পেজের মধ্যে সর্ট এনালাইসিসের যে এন্ট্রি ছিল তার যে দিন এক্সিট পোস্ট দিব তখন বুঝে নিবেন মার্কেট এগেইন নিচে নামবে। কত নামবে যদি বলেন তাহলে বলব ৫৫০০-৫৩৫০ এই পয়েন্টটা মাথায় রেখে সিদ্ধান্ত নিবেন। এই লেভেলে যে আসবেই এমন কিছু না, কিন্তু আসতে পারে।
আমার উপরের এই কথাগুলো ইনভ্যালিড হবে যদি ইন্ডেক্স হলুদ লাইন ক্রস করে সাথে ৬২২০ পয়েন্ট ব্রেক আউট করে।

আশা করি ক্লিয়ার বুঝাতে পেড়েছি। আমার এই পোস্ট দেখে পেনিক হওয়ার কিছু নেই। যাস্ট একটা সম্ববনা আছে তা মাথায় রেখে সিদ্ধান্ত নিলেই হবে।

ধন্যবাদ।

Exit mobile version