Decision Maker

Investment Practice-310

ইনভেস্টমেন্ট প্র্যাকটিস রিনিউ ইস্যু-

সাবস্ক্রিপশন মেয়াদ শেষ কবে তা দেখতে চাইলে এই লিঙ্ক থেকেই দেখতে পারবেন-

your account page- https://www.decisionmakerbd.com/dm-account-page/?ihc_ap_menu=subscription

রিনিউ করার জন্য ০১৩২৪২৪১৬৮৮(দেবা) নাম্বারে যোগাযোগ করে পেমেন্ট করলেই হবে।

BO Account open করার জন্য ০১৩২৪২৪১৬৮৪ ( মনির) নাম্বারে যোগাযোগ করুন।

Bo ওপেন করলে কি কি সুযোগ সুবিধা পাবেন তা জানতে ক্লিক করুন- ক্লিক হেয়ার


মার্কেট- গতকাল লিখেছিলাম ” আগামীকাল কিছু সময় মার্কেট পজিটিভ থাকার সমূহ সম্ভবনা আছে, কিন্তু মার্কেট সম্পূর্ণ একটা দিন পজিটিভ থাকার মত শক্তি আছে কি না কনফার্ম হতে পারছি না। আগামীকাল মার্কেট দেখেই বুঝা যাবে। তবে পজিটিভ বা নেগেটিভ যাই থাকুক না কেন, এতে করে আমার উপরের আলোচনা ইনভ্যালিড হবে না।”, বাস্তবে দিন শেষে পেলাম ৭১পয়েন্ট পজিটিভ ও লেনদেন ১৩০০কোটি প্লাস। যেহেতু গতকালই লিখেছিলাম আজকে পজিটিভ বা নেগেটিভ যাই থাকুক না কেন আমার আলোচনা ভ্যালিড থাকবে, এবং তাই আছে।

আগামীকালের মার্কেটে মাল্টিন্যাশনালগুলার মুভমেন্ট আসার সমূহ সম্ভবনা আছে।

তাছাড়া আগামীকাল রাতের মার্কেট আপডেট পোষ্ট দেওয়ারমত পরিস্তিতিতে নাও থাকতে পারি তাই যদি পোষ্ট না দেই চিন্তা করবেন না। ৩০৯ নাম্বার পোষ্ট পুনরায় পড়ে নিবেন।

আজকের মত এখানেই শেষ করছি সবাই ভাল থাকবেন, আল্লাহ্‌ হাফেজ

সংবিধিবদ্ধ সতর্কীকরণ

—–

উপরে যতগুলা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি প্রতিটাই টেকনিক্যালি বিচার বিবেচনায়। এখানে কোন প্রকার নিউজ বা গুঁজব ছড়ানো হচ্ছে না। আমার বলা কথাগুলা সত্য হতে পারে আবার নাও হতে পারে। এখানের কোন লেকচারের ছবি বা স্ক্রিনশট বাহিরে শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।

Exit mobile version